Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির দায়িত্ব
  • ·  এক জন আনসার ও ভিডিপি রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন।

    ·  অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।

    ·  চেয়ারম্যান ও ইউনিয়ন সরকারী দায়িত্ব পালনে সহায়তা করেন।

    ·   অন্য নির্দেশনা থাকলে প্রতি পনের দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভার প্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

    ·  থানারভা রপ্রাপ্ত কর্মকর্তাকে সেসকল বিষয় সম্পর্কে অবহিত করেন, যাবিরোধ, দাংগা-হাংগামা বা তুমুলকলহ সৃষ্টিক রতেপারে এবং জনগণের শান্তিবিঘ্নিত করতে পারে।

    ·  অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।